ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের চৌগাছা থানা পুলিশের এসআই আশরাফ সাময়িক বরখাস্ত হয়েছেন। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এসআই আশরাফকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মাসুম বিল্লাহ এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে এসআই আশরাফ হোসেন তদন্তের দায়িত্ব পান। তিনি ঘটনার সাথে মাসুম বিল্লাহকে না পেয়ে তার বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে যান। ছেলেকে হাজির না করায় বৃদ্ধ জাহিদুল ইসলামকে থানায় দুদিন আটক করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেমেয়েকে হাজির করে দুই পরিবারের মধ্যে ঘটনার মীমাংসা হয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আশরাফ। অভিযোগ ওঠে, পরের ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর জাহিদুল ইসলামকে ছাড়া হয়।এদিকে, গত ৫ এপ্রিল মসিয়ূরনগর বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুষ নিয়ে ইয়াবা বিক্রেতাকে ছেড়ে দিয়ে কেবল দুই ক্রেতাকে আটক দেখানো হয়। বিষয়টি ফাঁস হলে ব্যাপক তোলপাড় শুরু হয়।এই বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে সোমবার (১৬ জুন) এসআই আশরাফকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে
আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের Read more

টানা ২০৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু
টানা ২০৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু

একটানা ৪১ দিন ২০৫ ওয়াক্ত তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে পুরস্কার পেয়েছে ১৭ জন শিশু। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন