জুলাই আন্দোলনে শহীদ কবি নজরুল সরকারি কলেজের ৪ জন শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির। শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে কলেজ প্রাঙ্গণেই এই কোরবানি দেওয়া হয়।এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরসহ নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে কোনও কর্মসূচি পালন করতে দেয়নি। তাদের পেশিশক্তির ফলে আমরা শিক্ষার্থীদের জন্য ঈদের দিনে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করতে পারিনি। পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’উল্লেখ্য, জুলাই আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের ওমর ফারুক, তাওহিদুল ইসলাম, মোহাম্মদ জিহাদ এবং ইকরাম হোসেন কাওসার নামের চার শিক্ষার্থী গত বছর জুলাই আন্দোলনে শহীদ হন।পিএম
Source: সময়ের কন্ঠস্বর