পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের শুরু থেকেই দাবি ছিল— ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। দেশের সাধারণ মানুষের প্রত্যাশাও সেটাই। কিন্তু যেভাবে সময় নির্ধারণ করা হয়েছে, সেটি দেশের বাস্তবতা ও জনগণের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে বলে মনে হয় না।”তিনি আরও বলেন, “এপ্রিল মাসে প্রচণ্ড গরম, বৃষ্টি এবং ঝড়ের ঝুঁকি থাকে। এছাড়া ওই সময় রোজা এবং পাবলিক পরীক্ষাও চলবে। এরকম পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কঠিন হয়ে দাঁড়াবে। প্রচারণা চালাতেও সমস্যা হবে, বিশেষ করে রমজান মাসে।”বিএনপি মহাসচিব মনে করেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব এবং সেটাই হবে দেশের জন্য সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত।এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ আরও কয়েকজন নেতা।আরডি
Source: সময়ের কন্ঠস্বর