নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) রাতে নির্বাচনের তারিখ ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে; তার জন্য দায়বদ্ধ। ফলে সেই অনুযায়ী সরকার পরিকল্পনা ও প্রস্তুতি নেবে। তারপর সিদ্ধান্ত নেবে।তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে এপ্রিলের দিকে ভোট হতে পারে।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর