ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমা। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বড় পর্দায় হাজির হচ্ছে একঝাঁক নতুন চলচ্চিত্র। এবারের ঈদে ৬টি সিনেমা মুক্তি পাচ্ছে। যদিও সিনেমার সংখ্যা তুলনামূলক কম, তবুও মানের দিক থেকে দর্শকদের জন্য রয়েছে ভিন্নধর্মী কিছু গল্পের আশা।তাণ্ডব‘তুফান’-এর পর এবার ঈদে রায়হান রাফী নিয়ে এসেছেন ‘তাণ্ডব’। শাকিব খান ও জয়া আহসান জুটিকে নিয়ে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি এরই মধ্যে আলোচনায় এসেছে। গান ‘লিচুর বাগানে’-তেও দর্শকদের নজর কেড়েছেন শাকিব ও সাবিলা নূর। এ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা-আই এন্টারটেইনমেন্ট।ইনসাফপ্রথম বাণিজ্যিক সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন তাসনিয়া ফারিন। তার বিপরীতে আছেন শরিফুল রাজ, যিনি অপরাধ জগতের এক চরিত্রে। পাশাপাশি রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিচালনায় সঞ্জয় সমাদ্দার। ‘ইনসাফ’-এর টিজার ও গানে ইতিমধ্যে বেশ সাড়া মিলেছে দর্শকদের মধ্যে।উৎসবহঠাৎ করেই মুক্তির তালিকায় যোগ হয়েছে তানিম নূরের ‘উৎসব’। এতে একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি ও অপি করিমকে। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের ট্যাগলাইনেই রয়েছে ইঙ্গিত— ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ— পরিবার ছাড়া দেখা নিষেধ।’নীলচক্রদীর্ঘ বিরতির পর ‘নীলচক্র’ নিয়ে পর্দায় ফিরছেন আরিফিন শুভ। তার সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী। গল্পের মূল বিষয় ডিজিটাল প্রতারণা ও প্রযুক্তি নির্ভরতা। তরুণ নির্মাতা মিঠু খানের এই সিনেমাটি ঈদে শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পাবে।এশা মার্ডারসিরিয়াল কিলিং নিয়ে নির্মিত হয়েছে ‘এশা মার্ডার’। প্রধান ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন, একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সাথে আরও রয়েছেন পূজা ক্রুজ ও মিশা সওদাগর। এটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।টগরআলোক হাসানের পরিচালনায় ঈদে আসছে ‘টগর’। অভিনয়ে পূজা চেরি ও আদর আজাদ। টিজার ও গান দিয়ে দর্শকমনে আগ্রহ তৈরি করেছে এ আর মুভি নেটওয়ার্ক প্রযোজিত এই চলচ্চিত্রটি।ছবির সংখ্যা কম হলেও বৈচিত্র্য ও অভিনয়ে শক্তিশালী উপস্থিতির কারণে এবারের ঈদে প্রেক্ষাগৃহগুলোতে নতুন করে প্রাণ ফিরবে বলে আশাবাদী সিনেপ্রেমীরা। নির্মাতারা যেমন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, তেমনি দর্শকেরাও অপেক্ষায় রয়েছেন বড় পর্দায় ভিন্ন অভিজ্ঞতা নিতে।
Source: সময়ের কন্ঠস্বর