জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রকোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক আসামিরা হলো- রুমেল হোসেন (৩৬), মো. ছামছুদ্দীন মন্ডল চানু (৬০) এবং মো. শিহাব (২২)। আটক আসামিরা জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব।র্যাব জানায়, ২৮ মে দুপুরে পূর্বশত্রুতার জেরে পিয়ালের ওপর অতর্কিত হামলা চালায় ১৩-১৪ জন দুষ্কৃতকারী। নিজ বাড়ির সামনের গ্যারেজে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এরপর থেকেই র্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর