পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ১৩ দিনের ছুটিতে যাচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে মোট ১৩ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, এবং অফিসসমূহ বন্ধ থাকবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল।তবে বিশ্ববিদ্যালয়ের প্রহরীগণ ও আনসারগণ উপরোক্ত ছুটিতে যথারীতি নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।এদিকে আগামী ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত হল বন্ধের নোটিশ দিয়েছে হল প্রশাসন।এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট আমিরুল ইসলাম মিরু জানান, হল বন্ধের যে নোটিশ দেওয়া হয়েছে তা একটা অফিসিয়াল আদেশমাত্র প্রয়োজনে কেউ যদি হলে অবস্থান করতে চায় নিজ নিজ দায়িত্বে সে অবস্থান করতে পারবে প্রশাসন এতে হস্তক্ষেপ করবেনা
Source: সময়ের কন্ঠস্বর