পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (৪ জুন) বিকাল ৩ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী কমান্ডার ও হিল ভিডিপির মোট ৩১০ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: তানজিল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো: ছোহরাব হোসেন। এ সময় প্রধান অতিথি ছোহরাব হোসেন বলেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্য যেন ভালোভাবে ঈদ পালন করতে পারে, সে লক্ষ্যে ভাতাভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদের আগমুহূর্তে এ ধরনের পদক্ষেপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত আনন্দিত।এনআই
Source: সময়ের কন্ঠস্বর