চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। বুধবার (০৪ জুন) ভোর ৪ টার সময় জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে এ অভিযান চালানো হয়।সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন এর নেতৃত্বে দু’ঘণ্টা মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝের পাড়ার মৃত জাফর আলীর ছেলে সাদেক আলী (৫০), একই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর সাত্তারের ছেলে মিজান হোসেন (৪৮), দক্ষিণপাড়ার মৃত হযরত আলীর ছেলে হামিদ ইসলাম (৫০) ও গাংপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে বাবুল হোসেন (৩০)।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বুধবার ভোররাতে ধোপাখালী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে জীবননগর থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের নামে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর