বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। নারী নির্যান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ জুন) বিকেলে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক মাহমুদ আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।গুলশান বিভাগের উপ-কমিশনার সংবাদমাধ্যমকে জানান, নারী নির্যাতনের মামলায় ইকবাল আল মাহমুদের বিরুদ্ধে গুলশান থানায় একটি ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর