মালয়েশিয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ মে) মালয়েশিয়ার দায়রা আদালতে শুনানি হয়। শুনানির সময় ২৩ বছর বয়সী অনিক নিজেকে নির্দোষ দাবি করেন।আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত অনিক গত ২১ মে রাত ১০টা ৩৯ মিনিটে একটি অ্যাপার্টমেন্ট ইউনিটের লিফটের ভেতরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন করেন। অভিযুক্তের বিরুদ্ধে শিশু যৌন অপরাধ আইন ২০১৭-এর ১৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং বেত্রাদণ্ডের বিধান রয়েছে।এদিকে, ডেপুটি পাবলিক প্রসিকিউটর নূর শাকিরা আলিয়ানা আলিয়াস জামিনের প্রস্তাব করেননি, কারণ অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক এবং তার কোনো পরিচয়পত্র নেই। অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না।এছাড়া বিচারক মোহাম্মদ কাফলি চে আলী সোহানুরের জামিন নামঞ্জুর করে আগামী ৮ জুলাই মামলার শুনানির তারিখ নির্ধারণ করেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর