মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৮ মে) এ তথ্য জানানো হয়।এসিল্যান্ড মামুন শরীফের বদলিকে ঘিরে গজারিয়ায় জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে সম্প্রতি বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।অন্যদিকে এসব অভিযোগকে ‘অপপ্রচার’ বলে দাবি করে পাল্টা কর্মসূচি পালন করেছে বিএনপিরই আরেকটি অংশ। তাঁরা এসিল্যান্ড মামুন শরীফের পক্ষে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।এসব অভিযোগ ও পাল্টা কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। যদিও প্রশাসনের পক্ষ থেকে মামুন শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে অনেকেই মনে করছেন, এই বদলি হয়তো নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হলেও, সাম্প্রতিক অভিযোগ ও রাজনৈতিক প্রেক্ষাপটে এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর