গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।নোটিশে উল্লেখ করা হয়, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল-আজহা উপলক্ষে ১ জুন (রবিবার) থেকে ১৯ জুন ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।তবে ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জরুরি সেবা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।এইচএ,
Source: সময়ের কন্ঠস্বর