সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পুলিশ তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (০১ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জের পৌর শহরের বাঙ্গাবাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে সেখান থেকে উল্লাপাড়া মডেল থানায় নিয়ে আসে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়। ফয়সাল কাদের রুমি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ পৌর শহরে তার নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন ছিলেন। তাকে রবিবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এআই
Source: সময়ের কন্ঠস্বর