কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার (২১ মে) সকালে চকরিয়া রেলস্টেশনে সরজমিনে গিয়ে দেখা যায় চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন চকরিয়া রেলস্টেশনের কাছাকাছি আসলে কয়েকজন পথচারী রাস্তা পারাপার করছে যা আমাদের চোখে ধরা পড়ে। পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আমাদের জরুরি কাজ থাকাতে আমরা ট্রেনের রাস্তা দ্রুত পার হই। তবে আমাদের সচেতন হওয়া দরকার। এভাবে ট্রেনের রাস্তা পারাপার হলে ট্রেনের কাটা পড়ে পথচারীদের মৃত্যু হতে পারে। তারা আরো বলেন, আমরা আজ থেকে সচেতন হবো ট্রেন আসলে আমার আর রাস্তা পারাপার করব না। এছাড়া আমরা সকল নাগরিকদেরকে বলব আপনারা ট্রেনের রাস্তা পারাপারের সময় দেখেশুনে পার হবেন। ট্রেনের কাটা পড়ে মৃত্যু হওয়া মানে একটা পরিবারের সারাজীবনের কান্না। চকরিয়া রেলস্টেশন সুপারভাইজার শামসুল আল বলেন, আমরা রেললাইন পারাপার না করার জন্য জনগনকে সচেতন করে থাকি। অনেকে আবার ট্রেনের ছাদে উঠে শুয়ে থাকে ট্রেন চলাচলের সময় গাছের ঢালে ধাক্কা খেয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা সময় রেললাইন পারাপারের ক্ষেতে সচেতন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।চকরিয়া রেলস্টেশন মাষ্টার সেলিম উদ্দিন বলেন, আমরা সব সময় সতর্ক রয়েছি রেললাইন পারাপারের পথচারীদের ব্যাপারে। আমরা তাদেরকে বুঝার জন্য অনেক সচেতনামূলক প্রচার প্রচারণা করে থাকি। কিন্তু অনেক পথচারী তা মানে না ফলে ট্রেনের কাটা পড়ে মৃত্যু হয়। মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এক ট্রেনের যাত্রী বলেন, আমি সব সময় ট্রেনে করে যাতায়াত করে থাকি। যাত্রা পথে অগণিত পথচারী রেল লাইন পারাপার করে থাকে। এছাড়া অনেকে ট্রেন চলাচলের সময় পাথর বা কংকর নিক্ষেপ করে থাকে ফলে ট্রেনে জানালার কাঁচ ভেঙ্গে যাত্রীরা অনেক আঘাত প্রাপ্ত হয়। তাই আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার। রেললাইন পারাপারের সময় আমাদেরকে নিয়মাবলি মেনে চলা দরকার। ফলে আমরা অস্বাভাবিক মৃত্যু থেকে বাঁচতে পারবো।এসআর
Source: সময়ের কন্ঠস্বর