রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৯ মে) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার জুড়ান মোল্লার পাড়া এলাকার তোরাই মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আতিয়ার রহমান (৪২) গোয়ালন্দ পৌরসভার ইবাদুল্লা মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়।গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর