চট্টগ্রামের মিরসরাইয়ে সাইদুল হক সুমন নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়তাকিয়া স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আটক সাইদুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকার আমিনুল হকের পুত্র।জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের জয়-লেখক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, মিরসরাই থানাধীন বড়তাকিয়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর