বিএনপি কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার মনে করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (৪ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের এ অবস্থান তুলে ধরেন তিনি।আমির খসরু, সরকার গঠনের ১৮০ দিনের পরিকল্পনা সরকার গঠনের আগেই জানাবে বিএনপি। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষার শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষায় বহুভাষা শেখানোর বিষয় যুক্ত হবে। সরকারি ব্যবস্থাপনায় নানা ধরনের টেকনিশিয়ান কোর্সও চালু করবে বিএনপি।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর