সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর গ্রামের ছোয়াব উল্লাহ’র ছেলে আব্দুল মজিদ সৌদি আরবের রাজধানী (রিয়াদ)প্রবাসী। তিনি সেখান থেকে ভিসা পাঠান সেই ভিসায় সৌদি আরবে গিয়ে দেখা যায় নেই কোন কফিল, মালিক না থাকায় বিদেশগামীরা পড়েছে মহা সংকটে আর বিপাকে।নেই কোন আকামা নেই স্থা য়কাজ কর্ম ভুক্তভোগীরা দেশে থাকা আত্মীয় স্বজনদের জানান,তাদের সাথে প্রতারণা জালিয়াতি করেছে এই দালাল চক্রের প্রতারণার শিকার লাকীর বাসা গ্রামের আয়াত উল্লাহর পুত্র ভুক্তভোগী আব্দুল হামিদ সৌদি আরব গিয়ে কোন ভিসা আকামা না পেয়ে অবৈধভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে কষ্টের সহিত দিনাতিপাত করছেন বলে জানান,দেশে অবস্থানরত তার আত্মীয়-স্বজন। ভুক্তভোগী, এলাকাবাসীর অভিযোগে জানা যায়,এছাড়াও শত শত বিদেশ নামীয় যাত্রীদের কে তারা হয়রানি করেছেন।এবং অনেকের ভিটেমাটি বিক্রি করে নিজেদের সুখী করতে প্রতারণা জালিয়াতির মাধ্যমে নিঃস্ব করেছেন। এদিকে সৌদি আরবে থাকা আব্দুল মজিদ,ভিসা দেওয়ার নাম করে কঠিন প্রতারণা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন তার বড় ভাই আব্দুর রহমান বিদেশগামী মানুষকে ম্যানেজ করে থাকেন।এবং রাজধানী ঢাকায় অবস্থান করে সু-কৌশলে আদম ব্যবসার কার্যক্রম ও দালালি করে যাচ্ছেন। জাল ভিসা দিয়ে দালালি করেছেন এবং প্রতারণার মাধ্যমে  দুই তিন দফায় ৪ লক্ষ ৫০ হাজার থেকে ৪ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়ে। তিনি এখন এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করে সারাদেশব্যাপী আদম ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ব্যবসায় সরকারের কোন রাজস্ব ট্যাক্স-ভ্যাট কর দিতে হচ্ছে না এবং তাদের ব্যবসা মন মর্জি মতো স্বাধীনভাবে চালিয়ে যাচ্ছেন। আরো ও জানা যায় তাদের প্রতারণার কারণে অনেকে পৈতৃক নিবাসহারা। বিদেশ যাওয়া অনেকেই কষ্টের সাথে সেই জীবন যাপনের খবর আত্মীয়-স্বজনদের কে ফোনের মাধ্যমে বলেন। এই নতুন আদম ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী আব্দুল মজিদ তার ভাই আব্দুল হাফিজ চক্র নিজেদের ভাগ্য বদলের মিশনে তারা সফল হলেও। কিন্তু বিদেশ পাঠানো যাত্রীদের বিদেশ পাঠানোর নাম করে মানুষের সাথে প্রতারণা,বিদেশের মাটিতে গিয়ে আরেক যন্ত্রণার শিকার সহজ সরল গ্রাম্য প্রবাসীরা। ভ্রমণ ভিসায় গিয়ে পড়েছেন মহা বিপাকে। আকামা না থাকায় কাজের সন্ধানে বের হতে পারছেন না। নগদ টাকা পয়সা দিয়ে জীবনে সুখের সন্ধানে ছুটে চলা মানুষগুলো নির্বাক, স্তব্ধ, অনাহারে চলছে প্রবাস জীবন। এবং বাংলাদেশে থাকা তাঁর বড় ভাই আব্দুল হাফিজ ও দেশের সহয সরল মানুষদের লোভ-লালসা,ভাগ্য পরিবর্তনে বিদেশমুখী করেন।এবং বিদেশগামী প্রবাসীদের।নিঃস্ব করে তারা চার লক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু চার লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন ভাগ্য  পরিবর্তনের কথা বলে স্থানীয় এলাকাবাসীর মানুষকে ঠকিয়ে এখন নতুন ধান্দাবাজি রাজধানী ঢাকায় বসে চালাচ্ছেন এই আদম ব্যবসায়ী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা জরুরী বলে জানান,প্রতারিত জনসাধারণ। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবী এলাকাবাসীর।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির উদ্বেগ প্রকাশ
প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির উদ্বেগ প্রকাশ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচকে ঘিরে চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ২৭ জনকে Read more

বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?

বাংলাদেশের আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু সেই রায় কলকাতায় বিচারপতির সামনে পেশ করা যায়নি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন