চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্প অনুমোদন ও বেতন ভাতাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রকল্পটি দ্রুত অনুমোদন ও সকল জনবলের ৫ মাসের বকেয়া বেতন-ভাতা ও বোনাস প্রধান,প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভূক্ত, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে সংক্রিয়ভাবে স্থানান্তর, কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান ও শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় জেলার গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, ও কর্মকর্তা কর্মচারীবৃন্দগন উপস্থিত ছিলেন।এআই
Source: সময়ের কন্ঠস্বর