মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আছিয়ার গায়েবানা জানাজা নামাজ সাতক্ষীরায় দু’গ্রুপ পাল্টাপাল্টি আদায় করেছে।শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রথমে ১টা ৫০ মিনিটে খুলনা রোড মোড়ে শিশু আছিয়ার গায়েবানা জানাজা নামাজ আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি ও যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি প্রমূখ। পরে ২টা ২০ মিনিটে আসিফ চত্ত্বরে পাল্টা গায়েবানা জানাজা আদায় করেন সাধারণ ছাত্র-জনতা। এতে ইমামতি করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটার মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র মেহেদি হাসান, সাকিব হাসান ও ইব্রাহিম খলিল প্রমূখ।এর আগে গতকাল রাতে ফেসবুকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে জুম্মাবাদ গায়েবানা জানাজা নামাজের ঘোষণা দেন ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন। এর পরপরই একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানাীে গায়েবানা জানাজা নামাজের ঘোষণা দেন আর এক সমন্বয়ক আরাফাত হোসেন। এদিকে দু গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আগে থেকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা থানার ওসির নেতৃত্বে অবস্থান গ্রহণ করেন পুলিশ প্রশাসন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ এলাকায় হান্নান মাসউদের ওপর হামলা
নিজ এলাকায় হান্নান মাসউদের ওপর হামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ Read more

এবার কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ
এবার কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন