শিক্ষার্থীদের তারা ভবিষ্যতে কি হবে সে চিন্তা পরিবার থেকে চাপানো যাবেনা। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে তারা আরও বড় কিছু হয়ে উঠবে। শিক্ষার্থীদের উপর নিজেদের চিন্তা পরিবার থেকে চাপিয়ে দেওয়াটাও একটি বৈষম্য। প্রতিটি শিক্ষার্থীকে আগামীর জন্য শক্তভাবে তৈরি হতে হবে। যার ফলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। বুধবার (১৪ মে) মেহেরপুরের গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে নব নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। এডভোকেট শাকিল আহমেদ গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের নতুন কমিটির সভাপতি হিসেবে আজ সংবর্ধনা নেন। বক্তৃতায় তিনি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির বিগত দিনের শোচনীয় পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে নানা পরিকল্পনা প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক, নুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কমিটির সদস্য, অভিভাবক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।এসআর
Source: সময়ের কন্ঠস্বর