ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।বিক্ষোভ মিছিল থেকে বক্তারা সাম্য হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসের অংশ হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ছাত্রদল কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয় ও তাকাফুল ইসলাম সৈকত, কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, ইয়াসিন আলী অন্ত, আল মোসাদ্দেক রঙ্গন, ইব্রাহিম শেখ সনিম, মারুফ রহমান, মোহম্মদ আলী, শাহরিয়ার ইমন, সিয়াম সিদ্দিকী, আব্দুল্লাহ আল মারুফ, মুন্না, রাদিউল্লাহ্ শেখ আনাছ, সামিয়া ইসলাম স্নেহা, হাসিবুল হাসান, তানভির আহম্মেদ, সাজিদ হাসান, ইমতিয়াজ উদ্দিন ইমন, সিয়াম আলী, শান্ত ইসলাম ও আশিকুর রহমান আশিকসহ ছাত্রদল নেতাকর্মীরা।বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জানান, ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী সাম্যের পরিবারের পাশে রয়েছে এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জন্য রাজপথে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর