নরসিংদীতে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১২ মার্চ) দুপুর ৩ টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে মাধবদী ফায়ার সার্ভিস।নিহত নাবিলা আক্তার কান্দাইল এলাকার মো. জাকির হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান।স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যায় নাবিলা। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে আতংকিত হয়ে পুকুরে খুঁজার চেষ্টা করে পরিবার ও স্থানীয়রা। স্থানীয়রা অনেক চেষ্টা করেও উদ্ধারে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে এক ঘন্টার চেষ্টায় নাবিলার মরদেহ উদ্ধার করা হয়।মাধবদী বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে লিডার রুহুল আমিন ও ফায়ার ফাইটার মো. আনোয়ার হোসেন প্রায় এক ঘন্টার চেষ্টায় শিশু নাবিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিবোরের কাছে হস্তান্তর করা হয়। পুকুরটি প্রায় ২০ ফুট গভীর ছিল।এনআই
Source: সময়ের কন্ঠস্বর