মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়ে ফেসে গেলেন এক প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর বিভাগীয় অধিদপ্তর থেকে সাত কার্য দিবসের মধ্যে ব্যাখাও চাওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষক মো. শাহাদাত হোসেনের কাছে।জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ১০৮নং লেবুতলী বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সচিবালয়ের কর্মকান্ডের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। সেখানে তিনি লিখেন প্রাথমিক শিক্ষা বিভাগ দালাল মুক্ত হবে কবে, এই অধিদফতর ও সচিবালয় চলে দালালচক্রের মাধ্যমে। এছাড়া বর্তমান সরকার বিরোধীও নানান ধরনের পোস্ট করেন শাহাদাত হোসেন। বিষয়টি নজরে আসলে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর গত ২৩ মার্চ অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে ব্যাখা পেলে বিষয়টি সন্তোষজনক না হওয়ায় গত ০৬ এপ্রিল ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরে সুপারিশ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে ৫ মে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ আলী রেজা ৭ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত শিক্ষককে নোটিশ দেন। সেখানে বলা হয় সরকারি কর্মকারি বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধিমতে ‘অসদারচরণ’ এর সামিল বিধায় কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখা চাওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় অধিদফতরের দুটি চিঠিতেই অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন তার ভুল স্বীকার স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলার ১০৮নং লেবুতলী বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, অসাবধানবশতন ভুলের কারনে ফেসবুকে পোস্ট দেয়া হয়। বিষয়টি নিয়ে ভুল ও ক্ষমা চেয়ে ব্যাখা দিয়েছে জেলা অফিস ও বিভাগীয় অধিদপ্তরে। আশা করি উর্দ্ধতন স্যারেরা আমাকে মাফ করে দিবেন। আর আগামীতে এমন কর্মকান্ড আমি করবোও না।মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সরকারি বেতনভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে প্রধান শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুকে এভাবে সরকারের বিরুদ্ধে লিখতে পারেন না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কার্যালয়ে সুপারিশ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বিভাগীয় অফিস থেকে উর্দ্ধতন কর্মকর্তারা নিবেন। তবে, জেলা অফিস থেকে প্রাপ্ত জবাবে শাহাদাত হোসেন তার ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের ওপর আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
আদালতের ওপর আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করেছে। এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ ভাষণের কথা Read more

রায়ে জিতলেও কী চট্টগ্রাম সিটির মেয়র পদে বসতে পারবেন বিএনপি নেতা শাহাদাত?
রায়ে জিতলেও কী চট্টগ্রাম সিটির মেয়র পদে বসতে পারবেন বিএনপি নেতা শাহাদাত?

বিএনপি নেতা শাহাদাত হোসেনকে যখন মেয়র ঘোষণা করে রায় দেয়া হয়েছে, তখন এই সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়রকে Read more

দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি Read more

সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি
সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি

কিশোরী বেনজির ভুট্টোর উপস্থিতি সিমলার সেই রুক্ষ-শুষ্ক বৈঠকের পরিবেশে যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল, সেটা ওখানে উপস্থিত অনেকেই পরে Read more

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল
সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল

গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়ক জুড়ে সম্প্রসারিত সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের প্রায় দুই হাজার খুঁটি, যা নগরবাসীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন