কিশোরগঞ্জে গত পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার ২ স্কুল শিক্ষার্থী সহ একজন কৃষক নিহত হয়েছিলো। রবিবার (১১ মে) ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় পৃথক এলাকায় বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ভৈরবের সাদেকপুর ইউনিয়নের ফারুক মিয়া (৬৫) ও ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচরের হাজারীনগরের কবির হোসেন (২৫)।জানা যায়, রবিবার সাদেকপুর ইউনিয়নে দুইজন ধান কাটার কাজ করার সময় বৈরী আবহাওয়ার মধ্যে পড়েন। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। কুলিয়ারচর উপজেলার হাজারীনগর গ্রামেও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে৷ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের ঘটনায় আরো একজন আহত হয়েছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর