জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত দ্বন্দ্বে ভাসুরের কোদালের কোপের আঘাতে ছোট ভাইয়ের বউ গুরুত্বর আহত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি হেনার মোড় সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। আহত গৃহবধূ নরুন্নাহার বেগম (৩৫) গুরুত্বর আহত অবস্থায় সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়দের সুত্রে জানা যায়, উপজেলার হাটবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের বসবাড়িতে ২৬ শতাংশ জমি রয়েছে। চার সন্তানের মধ্যে সেই জমি সমান করে বণ্টন করে দেন মৃত আবুল হোসেনের স্ত্রী হনুফা বেগম। সেই জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বড় ছেলে শহিদ মিয়া ও মেজো ছেলে হুমায়ুন কবির সাথে বিরোধ চলে আসছিলো। সেই জেরে বৃহস্পতিবার সকালে হুমায়ুন কবিরের ঘরের পাশে (ইজমেলী জমিতে) বড় ভাই শহীদ মিয়া মাটি কাটতে যায়। এসময় হুমায়ুন কবিরের স্ত্রী নূরন্নাহার বাঁধা দিলে তাকে কোদাল দিয়ে কোপ দেয় শহীদ মিয়া মিয়া।পরে রক্তাক্ত অবস্থায় আহত নুরুন্নাহারকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করান স্থানীয়রা। পরবর্তীতে এঘটনার পর অভিযুক্ত শহিদ মিয়া ও তার পরিবার বাড়ি ছেড়ে গা ডাকা দেন। আহতের স্বামী হুমায়ুন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ঘরের পাশ থেকে বড় ভাই শহিদ মিয়া জোর করে মাটি কাটতে যান। এসময় আমার স্ত্রী বাঁধা দিলে তাকে কোদাল দিয়ে কুপ দেয়। এঘটনায় তার ভাইয়ের বিরুদ্ধে তিনি আইনিমুলক শাস্তির দাবি জানান। শহীদ মিয়ার ‘মা’ হনুফা বেগম জানান, ছেলের বউ একটাও ভালো না। তাদের কারো কথা কারো সয্য হয়না। তবে আমি যখন বেঁচে আছি এঘটনার সমাধান আমি নিজেই করবো। কারন সব সম্পত্তি মালিক আমি এখনও বেঁচে আছি।এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুশফিকুর রহমান বলেন, এঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর