ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।আমীর খসরু বলেন, ‘সবাইকে যে একমত হতে হবে। এটা যারা চিন্তা করেছে, এটা বাকশালী চিন্তা। যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ ভিন্ন ভিন্ন দলেন ভিন্ন দর্শন, চিন্তা, ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাইরে সংস্কারের সুযোগ নেই। এর বাইরে যেটা করতে যাবে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না? এটাই প্রশ্ন।’তিনি বলেন, অলরেডি সবাই সংস্কার প্রস্তাব সাবমিট করে দিয়েছে। অনেকদিন সময় চলে গেছে। আলোচনাও শেষ। এক সপ্তাহের বেশি সময় লাগে না জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে। জাতি জানুক, ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকের যে প্রেক্ষাপট নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় হচ্ছে, এটা আগামী দিনের গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণকে আশ্বস্ত করতে হবে আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে যাবেন, এটা জাতিকে জানতে হবে। এটার জন্য দেশের ভিতরে প্রস্তুতি আছে, দেশের বাইরে প্রস্তুতি আছে। পার্থ যেটা বলেছে এই যে বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে তাদের সবার একটা প্রশ্ন নির্বাচন কবে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) মেহেদী হাসান মিরাজকে Read more

ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ঈদুল ফিতরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। ২৫ মার্চ থেকে ঈদের আগে সাত দিনের টিকিট বিক্রি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন