নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিত ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলার হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গৃহবধূর পিতা বাদি হয়ে থানায় মেয়ের জামাই মো. ইসতিয়াক আহমেদ, মেয়ের শ্বশুর আব্দুল জলিল ও শ্বাশুড়ি রিনা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল এলাকার নবিবর রহমানের মেয়ে শোভা আক্তার (২৩) এবং হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ইসতিয়াক আহমেদ (২৭) এর সহিত পারিবারিক ভাবে বিবাহ হয়। বর্তমানে ওই দম্পত্তির ঘরে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। মেয়ের বিয়ের পরে মেয়ের বাবা নবিবর রহমান তার মেয়ে জামাইকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং আরও ১ লক্ষ টাকা মুল্যের ঘরের বিভিন্ন আসবাবপত্র দিয়ে থাকে। এমন্তবস্থায় তারা আবারও মেয়ের বাবার নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করলে অসহায় মেয়ের বাবা নবিবর রহমান তা দিতে অপারগতা স্বীকার করেন। তারই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে বেধরক মারধর করে। মেয়ের নির্যাতনের খবর পেয়ে মেয়ের বাবা ঘটনাস্থলে গেলে মেয়ে জামাই তার শ্বশুর নবিবর রহমানকে ও মারধর করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আর্মির ৪ সদস্য আটক
ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আর্মির ৪ সদস্য আটক

ময়মনসিংহ নগরীতে মধ‍্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি'র (আরসা) ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। Read more

জিম্বাবুয়েকে ম্লান করে আয়ারল্যান্ডের দুর্দান্ত জয়
জিম্বাবুয়েকে ম্লান করে আয়ারল্যান্ডের দুর্দান্ত জয়

বেলফাস্টে আয়ারল্যান্ডের লক্ষ্য ছিল কেবল ১৫৮ রান। তাড়া করতে নেমে ২১ রানেই তাদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগ্রাভার Read more

ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত: আসিফ নজরুল
ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘দু-এক দিনের মধ্যে খসড়ার কাজ শেষ করে চূড়ান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন