ময়মনসিংহ নগরীতে মধ‍্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আরসা) ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান টাকা জব্দ করা হয় বলে জানা গেছে। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি নামে একটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ‍্যে দুইজন পুরুষ, দুইজন নারীসহ দুইটি শিশু সন্তান রয়েছে বলে জানিয়েছে ভবনের অন‍্য বাসিন্দারা। তবে তাদের নাম এবং কী উদ্দেশ্যে তারা এখানে অবস্থান করছিল তা এখনো জানা যায়নি।এদিকে র‍্যাবের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, র‍্যাবের কাছে তথ্য ছিল ময়মনসিংহের একটি বহুতল ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কয়েকজন সদস্য পরিবার নিয়ে বসবাস করছে, সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।তারা আরও জানান, ভুয়া পরিচয় ব‍্যবহার করে আটককৃতরা কিছুদিন ধরে এই ফ্ল‍্যাটে বসবাস করে আসছিল। কিন্তু তাদের কথাবার্তা, চলাফেরায় কেউ বুঝতে পারেনি তারা মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য।তবে এই বিষয়ে অভিযানের নেতৃত্বে ঢাকা থেকে আসা র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটককৃতদের গাড়ীতে তুলে দ্রুতগতিতে স্থান ত‍্যাগ করেন। এর আগে, রাত পৌনে ২টার দিকে ঐ ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাবের বিপুল সংখ‍্যক সদস্য। এ সময় আভিযানিক দলটির বেশিরভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। তবে অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে দেশে আসছে উচ্চমূল্যের মাদক
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে দেশে আসছে উচ্চমূল্যের মাদক

ডিএনসি জানায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বাংলাদেশ ডাক বিভাগের বৈদেশিক শাখায় খেলনা বাক্সের একটি পার্সেল আসে। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে পার্সেলটি জব্দ Read more

ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু
ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু

ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে জুনায়েদ হোসাইন (৪৫) নামে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।

সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার
সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ইউরোপে দলবদলের মৌসুম শেষ। দলগুলো নিজেদের গুছিয়ে নিয়ে শুরু করেছে প্রাক-মৌসুম প্রস্তুতি। এর মধ্যেই শোনা গেল নতুন গুঞ্জন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন