সারাদেশব্যাপী কারিগরি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রবিবার (২০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে, মহাসড়ক অবরোধ থেকে শুরু করে সব ধরনের আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন সময়ে তারা মূহু-মূহু স্লোগান দিচ্ছেন দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লমা ইঞ্জিনিয়ার। তাদের দাবি মানার পক্ষেও স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকেল ইনস্টিটিউটের পলিটিক্যাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সপ্তম বর্ষের শিক্ষার্থী জাবেদ আহমেদ সিয়াম বলেন, আমাদের এই আন্দোলন যৌক্তিক দাবিতে হচ্ছে। ঢাকায় যদি সাত কলেজের সমস্যা দুই দিনের সমাধান হয়ে যায়। তাহলে কেন আমাদের দেশের ৫০টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হবে না। আমাদের ৬ দফা দাবি যদি না মানা হয় তাহলে আমরা আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। কম্পিউটার সাইন্স বিভাগের সপ্তম বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, আমরা দীর্ঘ ৮ মাস যাবৎ যুক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই দাবি শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আমরা চাই, আমাদের দাবী যেন অতি দ্রুত মেনে নেয়া হয়। অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না।এহসান রাতুল নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদেরকে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মৌখিকভাবে দাবী মানার কথা বললেও সেটা হয়নি। আমাদের এই ছয় দফা দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা রাজপথ থেকে সরে আসবো নাছয়দফা দাবি গুলো নিন্মে দেয়া হল-১:- জুনিয়র ইন্সট্রাক্টর পদে হাইকোর্টইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায়  কর্তৃক বাতিল করতে হবে।পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং ওই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ২:- ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের জ্বললে-চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজিতে চালু করতে হবে। ৩:- উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের  নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪:-কারিগরি সেক্টর পরিচালনায়, পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে, যা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ৫:-কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ৬:-প্রিলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মানাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিএনপির সাইনবোর্ডে’ চাঁদার নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ
‘বিএনপির সাইনবোর্ডে’ চাঁদার নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ

এবার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 'সিস্টেম বদলে দেয়া'র কথা। এ নিয়ে সরকারের Read more

একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কের পাঁচ বছরের কারাদণ্ড
একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কের পাঁচ বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাতের অভিযোগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের এক সমন্বয়কারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। পাশাপাশি তাকে ৩০ Read more

কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন