গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘোষণা দেন তিনি। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।ঘোষণা প্রদানকালে ইউএনও কাউসার আহমেদ বলেন, ধূমপান কেবল ব্যক্তির ক্ষতি করে না, আশপাশের মানুষকেও ঝুঁকিতে ফেলে। একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তাই কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত ঘোষণা করা হলো। এখান থেকে ধূমপান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, সকল সরকারি দপ্তরে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। ধূমপান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ অনুযায়ী সরকার নির্ধারিত পাবলিক স্থানে ধূমপান নিষিদ্ধ আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর