বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে মাঠের লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ঐতিহাসিক জয় এখন রীতিমতো বিতর্কে ঢাকা পড়তে চলেছে। ম্যাচ চলাকালে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবিদ্বেষী স্লোগান ও অশোভন আচরণের অভিযোগ তুলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং মেসিরা। সিবিএফ জানিয়েছে, ম্যাচের সময় এক আর্জেন্টাইন দর্শক ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশ্যে বানরের মতো অঙ্গভঙ্গি করেন এবং অবমাননাকর শব্দ ছুড়ে দেন। ঘটনাটি মোবাইলে ধারণ করেছেন এক ব্রাজিলিয়ান সমর্থক, যা এখন অভিযোগের প্রাথমিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে।ব্রাজিলিয়ান ফুটবল কর্মকর্তারা বিষয়টি ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা ভাবছেন। অভিযোগ জমা পড়লে ফিফা গঠন করবে তদন্ত কমিটি। বিষয়টি প্রমাণিত হলে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া শাস্তিমূলক ব্যবস্থা।ফিফা অতীতে এমন ঘটনায় স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কমিয়ে দিয়েছে কিংবা ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের নির্দেশ দিয়েছে। এর আগে, ২০২৪ সালে ইকুয়েডর ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে বর্ণবিদ্বেষী স্লোগানের দায়ে মেসিদের এক ম্যাচ ৭৫% দর্শক নিয়ে খেলতে হয়েছিল। এবার অভিযোগ প্রমাণিত হলে হয়তো পুরোপুরি ফাঁকা গ্যালারিতে খেলতে হতে পারে আর্জেন্টিনাকে।বিশেষ করে, আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের ডাবল হেডারে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হোম ম্যাচ রয়েছে। সেই ম্যাচই দর্শকশূন্য হতে পারে, যদি ফিফা কঠিন সিদ্ধান্ত নেয়।আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ:৪ জুন: চিলির মাঠে আর্জেন্টিনা৯ জুন: কলম্বিয়ার বিপক্ষে, আর্জেন্টিনায়মাঠের পারফরম্যান্সে বিশ্ব মাতানো আর্জেন্টিনার জন্য এই ঘটনা বড় এক কালো দাগ হয়ে থাকতে পারে। শুধু জয় নয়, মাঠের বাইরেও ফুটবল ভদ্রতার খেলাই— সেটাই মনে করিয়ে দিল এই ঘটনা। এখন দেখার বিষয়, সিবিএফ সত্যিই অভিযোগ জমা দেয় কিনা এবং ফিফা কী ধরনের শাস্তির সিদ্ধান্ত নেয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আক্রান্ত হলে প্রতিরোধের ঘোষণার’ পর সেন্ট মার্টিনের পরিস্থিতি এখন কেমন
‘আক্রান্ত হলে প্রতিরোধের ঘোষণার’ পর  সেন্ট মার্টিনের পরিস্থিতি এখন কেমন

কক্সবাজারের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এ দ্বীপটি অবস্থিত। এই নাফ নদীর পূর্ব অংশ মিয়ানমারে আর পশ্চিম Read more

ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদুল ফিতর উপলক্ষ্যে টিকিটধারী যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে যে-সব Read more

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর Read more

বৃষ্টিপাত অব্যাহত থাকবে সারাদিন
বৃষ্টিপাত অব্যাহত থাকবে সারাদিন

এই আবহাওয়ার জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ইতোমধ্যে তিন নম্বর এবং দেশের সকল নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন