বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ আয়োজনে বেশ আগে থেকেই নেওয়া হয় নানা কর্মসূচি। উপজেলা পরিষদ ভবনের সামনে ও রাস্তাঘাটে মনের মাধুরি মাখিয়ে আঁকা হয়েছে আল্পনা। এতে স্বেচ্ছাসেবক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা তো বটেই স্বয়ং উপজেলা নির্বাহী অফিসারকেও রং তুলি হাতে নিয়ে মাঠে নামতে দেখা যায়। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২। বাংলা নববর্ষ। দিবসের শুরুতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯টার দিকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন।এসময় সবাইকে দেখা গেছে বাঙালি কৃষকদের মত করে গলায় গামছা ঝুলিয়ে বা মাথায় গামছা পেচিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা পহেলা বৈশাখ অঙ্কিত বাঁশের তৈরি ডালা হাতে নিয়ে শোভাযাত্রার সামনের সারিতে। কেউবা যাচ্ছিল গরুর গাড়ি দিয়ে ও ঘোড়া গাড়িতে করো । শোভাযাত্রা শেষে উপজেলা প্রাঙ্গনে শুরু হয় মঙ্গল মেলা। এরপর বিকালে ঘুড়ি উৎসব ও রশিটানা উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,  সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, ব্যবসায়ী একেএম সিরাজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সিমা বলেন,ফুলপুর উপজেলার মানুষ খুবই উৎসব মুখর ও শান্তি প্রিয়৷ সবার সর্বাক্ত সহযোগিতায় এবং উপজেলার প্রশাসনের  সকল কর্মকর্তার পরিশ্রমে বাংলা নববর্ষ সফলভাবে আয়োজন করতে পেরেছি। আমাদের উপজেলা চত্বরে দুদিন ব্যাপি এই উৎসব চলবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে দেয়াল লিখনে শিক্ষার্থীদের নানা বার্তা
ময়মনসিংহে দেয়াল লিখনে শিক্ষার্থীদের নানা বার্তা

ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছোট ছোট দল গঠন করে গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল পরিষ্কার করছেন।

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ নিহত ৩
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

মে‌ট্রো‌রেলে এন‌বিআরের ভ‌্যাট ভুল সিদ্ধান্ত: কা‌দের 
মে‌ট্রো‌রেলে এন‌বিআরের ভ‌্যাট ভুল সিদ্ধান্ত: কা‌দের 

মেট্রোরে‌লে জাতীয় রাজস্ব বো‌র্ডের (এন‌বিআর) ভ‌্যাট আরোপ ভুল সিদ্ধান্ত মন্তব‌্য ক‌রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন