রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের বাস্তবতা সরেজমিনে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রবিবার (১৩ এপ্রিল) সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে অনুরোধ করছি-আসুন, আমাদের জনগণকে, বেসামরিক মানুষদের, যোদ্ধাদের, হাসপাতাল, গির্জা, ধ্বংসপ্রাপ্ত বা নিহত শিশুদের দেখে যান।’তিনি বলেন, ‘এই সফরের পর আপনি বুঝতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কী করেছেন এবং কাদের সঙ্গে আপনি চুক্তি করছেন।’জেলেনস্কির এই মন্তব্যের পেছনে রয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে হোয়াইট হাউসে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়, যেখানে জেলেনস্কি, ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স  সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হন।ওই সময় ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইউক্রেন বিদেশি নেতাদের ‘প্রচারণামূলক সফর’-এর অংশ করে তুলছে।জেলেনস্কি আবারও সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘ট্রাম্প যদি ইউক্রেন সফরে আসেন, আমরা কোনো আয়োজন করব না। এটি কোনো নাটক হবে না। আপনি চাইলে যেকোনো আক্রান্ত শহরে যেতে পারবেন।’প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে দ্রুত ইতি টানতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্র একদিকে যেমন সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গেও যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চলছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতি বাস্তবায়নে সামরিক সহায়তা পাঠানোর কথাও বিবেচনা করছে।জেলেনস্কি জানান, কিয়েভ আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একতরফা যুদ্ধবিরতিতে সম্মত হলেও মস্কো তা প্রত্যাখ্যান করেছে।তিনি বলেন, ‘পুতিনের ওপর আস্থা রাখা যায় না-আমি ট্রাম্পকে বহুবার এটা বলেছি। কাজেই যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার কারণ জানতে চাইলে এটাই বলব।’জেলেনস্কির ভাষায়, ‘পুতিন কখনও যুদ্ধ শেষ করতে চায়নি। ও আমাদের স্বাধীনতা চায়নি, বরং আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছে।’নিজ শহর ক্রিভি রিহ থেকে সিবিএসকে দেওয়া এই সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘পুতিনের প্রতি আমার ঘৃণা শতভাগ। কেউ একজন এসে যদি আমাদের মানুষদের, আমাদের শিশুদের হত্যা করে- আপনি কীভাবে অন্য কিছু ভাববেন?’তবে জেলেনস্কি মনে করেন, এই ঘৃণাবোধ যুদ্ধ শেষ করার চেষ্টা থামিয়ে দিতে পারে না। তার মতে, ন্যায্য শান্তির মানে ‘আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা হারানো নয়’, বরং যেকোনো মূল্যে ‘রাশিয়ার দখলে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধার।’তিনি বলেন, ‘আমরা যা কিছু আমাদের, তা পুনরুদ্ধার করবই-কারণ আমরা তা হারাইনি, রাশিয়ানরাই তা ছিনিয়ে নিয়েছে।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ
আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে আসছেন বুধবার (১৪ Read more

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল
মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন Read more

ওজন নিয়ন্ত্রণে রাখার রহস্য জানালেন আসিন
ওজন নিয়ন্ত্রণে রাখার রহস্য জানালেন আসিন

আসিন জাহান তন্বির উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি। পছন্দ করেন সিগ্ধ লুক আর ফুরফুরে মেজাজে থাকতে। এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখাটাই প্রধান কাজ Read more

আমাদেরকে ১২২ বছর পর এগিয়ে দিলেন জুলহাস মোল্লা
আমাদেরকে ১২২ বছর পর এগিয়ে দিলেন জুলহাস মোল্লা

জুলহাস মোল্লা নিজের উদ্ভাবনী প্রচেষ্টা দিয়ে বিমান উড়িয়েছেন আকাশে। এমন তো নয় যে মিস্টার মোল্লা নতুন কিছু আবিষ্কার করে ফেলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন