মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উত্তাপ ছড়াল ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা তাদের বিরুদ্ধে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।সোমবার (১৪ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও হামলার ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলায় সক্রিয় করা হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ‘ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বাহিনীটি।হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে হঠাৎ করেই আকাশ পথে হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এরপর স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যান। এএফপি-র প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমে কর্মরত তাদের প্রতিনিধিরা সাইরেন ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।প্রতিবেদনে আরও বলা হয়, সাইরেন বাজানো হয় মূলত নাগরিকদের সতর্ক করার জন্য। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন।বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্বের আরও বিস্তৃত পরিণতির ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এ ধরনের আক্রমণ বাড়িয়ে তুলছে হুতি বিদ্রোহীরা।গাজায় ইসরায়েল ১৮ মার্চ থেকে নতুন করে অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনের হুতিরা ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। শুধু ইসরায়েল নয়, এর আগে তারা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোতেও একাধিকবার হামলা চালিয়েছে।এদিকে, সম্প্রতি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা এক বৈঠকে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও তাদের পেছনে থাকা ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যকার উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা যায়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে: পোপ
ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে: পোপ

যতক্ষণ পর্যন্ত আপত্তিকর না হয় ততক্ষণ পর্যন্ত ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে। শুক্রবার পোপ ফ্রান্সিস বিশ্বের প্রায় ১০০ কৌতুক অভিনেতা Read more

চিকসা গ্রামে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ, ধর্মীয় কর্মকাণ্ডে বাধা নেই
চিকসা গ্রামে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ, ধর্মীয় কর্মকাণ্ডে বাধা নেই

চিকসা গ্রামে উচ্চস্বরে গান-বাজনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, মুসলিম সম্প্রদায়ের ওয়াজ-মাহফিল এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কর্মকাণ্ডে সাউন্ড সিস্টেম Read more

গুম কমিশনের মেয়াদ আরও ৩ মাস বাড়লো
গুম কমিশনের মেয়াদ আরও ৩ মাস বাড়লো

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘঠিত ‘গুমের’ ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে সেটির মেয়ার আরও ৩ মাস Read more

যশোরে কোটা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার 
যশোরে কোটা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার 

যশোরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ।

সিলেট পয়েন্টে সুরমার পানি কমলেও অন্যসব পয়েন্টে বেড়েছে
সিলেট পয়েন্টে সুরমার পানি কমলেও অন্যসব পয়েন্টে বেড়েছে

আজ মঙ্গলবার বিকেলে এই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাইনাস ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন