জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। এদের সরাতে হবে। নতুবা দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবেনা। রাষ্ট্রের সর্বস্তরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।’তিনি সোমবার (২ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, জনগণের মতপ্রকাশের অধিকারকেও দমন করছে। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়ে গেছে। এক স্বৈরাচার পালিয়েছে, আরেক কর্তৃত্ববাদী সরকার যেন না আসে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’সুনামগঞ্জ জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত বর্ধিত সভায় জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্ব করেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য এডভোকেট আব্দুল হক এর সঞ্চালনায় ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জুলাই-আগস্টে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, ‘ইউনুস সরকারের দিকে বুকভরা আশা নিয়ে মানুষ তাকিয়ে আছে। দ্রুততার সাথে যেন হত্যা, ঘুমের বিচার হয়।’তিনি বলেন, ‘গত ১৭ বছর মানুষের অধিকার নিয়ে লড়াই করেছি। অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে লড়াই করেছি। এ লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। জুলাই-আগস্টে হাজার হাজার লোক শহীদ হয়েছে, আহত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন করে পালিয়ে গেছে। বিএনপি পালায় না। বিএনপি জনগণের দল। জনগণের কষ্টে পাশে থাকে। খুনিদের বিচারের আওতায় আনতে হবে। বিচার শুরু হয়েছে।”শুধু তাদের বিচার করলে হবেনা, আওয়ামী সরকার বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল। ৬৪ জন সাংবাদিককে শহীদ করেছিল এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। সব গুম-খুনের বিচার করতে হবে।’এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক জেলা সেক্রেটারি এডভোকেট নুরুল ইসলাম নুরুল।সভায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, মধ্যনগরসহ জেলার ১৬টি ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় কর্মসূচি শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

১৬ সেপ্টেম্বর পর্যন্ত গাড়ির সব কাগজের মেয়াদ বাড়ালো বিআরটিএ
১৬ সেপ্টেম্বর পর্যন্ত গাড়ির সব কাগজের মেয়াদ বাড়ালো বিআরটিএ

সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ির সব কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নবনিযুক্ত উপাচার্যের সাথে ডিআইইউ সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা
নবনিযুক্ত উপাচার্যের সাথে ডিআইইউ সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সাথে ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) সদস্যদের সৌজন্য সাক্ষাৎ Read more

শেরপুরে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য, শিক্ষক বরখাস্ত
শেরপুরে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য, শিক্ষক বরখাস্ত

শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া স্কুলছাত্রী, তাদের মা, দাদি ও নানিকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন