গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যাতে ভালোবাসার ব্যর্থতার করুণ স্বীকারোক্তি ছিল।তানজিলা মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের মেয়ে। তিনি জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের তালা ভেঙে তানজিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পাশেই একটি চিরকুট পাওয়া গেছে। কয়েক মাস ধরে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, মাঝে মাঝে একটি ছেলে ‘স্বামী’ পরিচয়ে বাসায় যেতেন। তবে তানজিলার পরিবারের দাবি, তার কোনো স্বামী ছিল না।উদ্ধার করা চিরকুটে তানজিলা লেখেন, আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। এর জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনোভাবেই দায়ী নয়। কারণ, আমি এমন একজনকে ভালোবাসি যাকে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নেই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি – তানজিলা। ভালো থেকো তুমি, তোমার মহারানী তানিয়াকে নিয়ে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন নিয়ে ‘উভয় সংকটে’ বাংলাদেশ
সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন নিয়ে ‘উভয় সংকটে’ বাংলাদেশ

সৌদি আরবের অনুরোধে সেদেশে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, পুরো Read more

টাঙ্গাইলে বজ্রপাতে বাবুর্চির মৃত্যু
টাঙ্গাইলে বজ্রপাতে বাবুর্চির মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বজ্রপাতে ওয়াজেদ আলী খান (৫০) নামে এক হোটেল বাবুর্চির মৃত্যু হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন