চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের প্রথাগত গণতান্ত্রিক ধারাবাহিকতাকে চূর্ণ করে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে ২১টি পদে একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের সমন্বয়ে গঠিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৬ এপ্রিল নির্ধারিত ভোটগ্রহণ অনুষ্ঠানিকতা রূপেই অনুপস্থিত থাকছে।নির্বাচনী এই ‘নিঃশব্দ বিজয়’ যেমন ঐতিহাসিক, তেমনি প্রশ্নবিদ্ধও কারণ অভিযোগ উঠেছে, মনোনয়নপত্র সংগ্রহে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগপন্থী প্যানেলের প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে, ফলে তারা মনোনয়নই দাখিল করতে পারেননি।১০ এপ্রিল ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যেই ২১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, যাঁরা সবাই বিএনপি ও জামায়াত ঘরানার আইনজীবীদের সমর্থিত ঐক্য পরিষদের সদস্য। অন্যদিকে, আওয়ামী লীগ ও বাম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আইনজীবীরা অভিযোগ করছেন, তাঁদের মনোনয়নপত্র সংগ্রহের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের সহিংস ও প্রভাবশালী অবস্থানের কারণে।সভাপতি পদে আওয়ামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুর রশীদ লোকমান সময়ের কণ্ঠস্বর-কে বলেন, “আমরা লাইব্রেরিতে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহের চেষ্টা করেছি। দু’দফা চেষ্টার পরও বাধার মুখে পড়েছি। অ্যাডহক কমিটিকে অনুরোধ করেও কোনো সাড়া পাইনি। লিখিত অভিযোগ দিয়েও লাভ হয়নি।”সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চাওয়া ফখরুদ্দিন জাবেদ অভিযোগ করেন, “তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিএনপি-জামায়াতপন্থীরা ঈদ পুনর্মিলনীর নামে প্রচার চালিয়েছে, স্লোগান দিয়েছে। কমিশন থেকেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”১১ এপ্রিল চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশনের প্রধান তারিক আহমদ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান, “সবক’টি পদের বিপরীতে একক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং তাঁদের সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচন অনুষ্ঠান আর প্রয়োজন নেই।”এই ঘোষণার পর চট্টগ্রাম আইনজীবী সমাজে একধরনের স্তব্ধতা নেমে আসে। অনেকে এই ঘটনাকে গণতান্ত্রিক চর্চার চরম অবক্ষয় হিসেবে আখ্যা দেন। একজন অভিজ্ঞ আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সমিতির পাঁচ হাজারের বেশি সদস্য এবার ভোট দেওয়ার সুযোগ পেলেন না। এমন দুঃখজনক ঘটনা এই প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ইতিহাসে আগে কখনো ঘটেনি।”বিগত কয়েক বছরে আইনজীবী সমিতি কার্যত রাজনৈতিক বলয়ের শক্তি পরীক্ষার মঞ্চে পরিণত হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ সভাপতি-সম্পাদকসহ ১৩টি পদে জয় পায়। বিপরীতে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা ৭টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয়ী হন।তবে চলতি বছর নির্বাচন নিয়ে নাটকীয়তা শুরু হয় ভোটের ছয় দিন আগে ৪ ফেব্রুয়ারি, যখন নির্বাচন কমিশনের ৫ সদস্য দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তাঁরা পদত্যাগপত্রে উল্লেখ করেন, “ভয়ভীতি, হুমকি ও হেনস্তার মুখে আমরা দায়িত্ব পালন করতে পারছি না।”এই পরিস্থিতির প্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি একটি অ্যাডহক কমিটি গঠন করা হয় এবং ১৮ মার্চ নির্বাচন কমিশন পুনর্গঠন করে নতুন তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সেই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের দিনেই বাধার অভিযোগ ওঠে এবং পুরো নির্বাচন কার্যত একক প্রার্থী ও একক প্যানেলের বিজয় উৎসবে রূপ নেয়।একজন প্রবীণ আইনজীবীর ভাষায়, যে চেয়ারে ভোটের মাধ্যমে বসার কথা, সেখানে যদি বাধা দিয়ে পৌঁছানো হয়—তাহলে তা আর প্রতিনিধিত্ব নয়, তা ক্ষমতা দখল। এমন দৃষ্টান্ত ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক।প্রতিক্রিয়ায় বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুস সাত্তার সময়ের কণ্ঠস্বর-কে বলেন, আমরা নিয়ম মেনেই মনোনয়ন নিয়েছি। যারা আসেনি, তারাই এখন ভিত্তিহীন অভিযোগ করছে। তাদের সৎ সাহস থাকলে মাঠে নামত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ ও ইনকিলাব জিন্দাবাদ- কী বার্তা দিচ্ছে নতুন দল
সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ ও ইনকিলাব জিন্দাবাদ- কী বার্তা দিচ্ছে নতুন দল

ঢাকায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় দলটির আহবায়ক নাহিদ ইসলামের বক্তৃতায় বার বার উঠে এসেছে একটি 'সেকেন্ড রিপাবলিক' Read more

যুবদলের কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
যুবদলের কমিটিতে যুবলীগ নেতা,  ক্ষোভে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের নতুন কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির Read more

মনিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী?
মনিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী?

ভারতের মনিপুর রাজ্য বেশ কয়েকমাস আপাতভাবে শান্ত থাকার পরে এমাসের গোড়া থেকে আবারও অশান্ত হয়ে উঠেছে। গত ১০ দিনে অন্তত Read more

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই Read more

সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান
সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিসী।পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন