ময়মনসিংহের ত্রিশাল সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।আহত এক জন।ত্রিশাল থানা পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ত্রিশাল থেকে নান্দাইলগামী সিএনজি শেখ বাজার মোড়ে আসলে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অজ্ঞাত সিএনজি চালক ও এক নারী নিলুফা (৩২) যাত্রী নিহত হয়। সিএনজিতে থাকা অপর এক যাত্রী আহত হয়।আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ এ ঘটনার সততা নিশ্চিত করে জানান সিএনজি ও ঢাকাগামী যাত্রী বাহী বাস শেখ বাজার মোড়ে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক নারী নিহত হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এফএস
Source: সময়ের কন্ঠস্বর