সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিবে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে নগরীর ২৪টি কেন্দ্রকে ঘিরে গণবিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের ২শ গজের মধ্যে সভাসমাবেশ নিষিদ্ধ করেছে নগর পুলিশ। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার বিভাগের ছয় জেলার এ বছর মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী আরও বলেন, ইতিমধ্যেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্রসহ সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। পাশাপাশি কেন্দ্রের বেঞ্চে সিট নম্বরও বসানো হয়েছে। বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের ২শ গজের মধ্যে শব্দযন্ত্র বাজানো, পাঁচজনের বেশি মানুষ একত্রে সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া ইটপাথর, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য বহনের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। এদিকে পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন