পঞ্চগড়ে অনুমোদন না থাকায় ইটভাটা মালিক সমিতির সভাপতির ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মেসার্স বি বি ব্রিকস নামের ইটভাটাটির মালিক শফিউল্লাহ সুফি। যিনি জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় বোদা উপজেলার সাকোয়ায় অবস্থিত মেসার্স বি বি ব্রিকসে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ।অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটাভাটার চুল্লির আগুন নেভাতে পানি ছিটানোর পাশাপাশি এক্সাভেটর দিয়ে চুল্লির একাংশ ভেঙ্গে ফেলা হয়। সেই সাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ। এই সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ বলেন, ইটভাটা বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তীতে তারা আগুন দেওয়ার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর