চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ অন্ধকার কলোনিতে ব্যাংক এশিয়ার পাশের একটি ভাড়া বাসা থেকে অপহৃত ৪ বছর বয়সী শিশু মো. রোহানকে ১৫ দিন পর উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ ঘটনায় কুমিল্লার বাঙ্গুরা বাজার থানা এলাকা থেকে অপহরণকারী আলো আক্তার আঞ্জুমান ওরফে তানিয়া (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে অভিযুক্ত নারীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি’র বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন।ভিকটিমের মা তানিসা বেগম (২৬) বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭(৮)/৩০ ধারায় মামলা করেন। মামলার নম্বর-১১। তানিসা বেগম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাজেঙ্গা গ্রামের মৃত জাকির হোসেন পাটোয়ারীর মেয়ে, বর্তমানে তিনি নতুনব্রিজ অন্ধকার কলোনির একটি বাসায় ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। অভিযুক্ত আলো আক্তার আঞ্জুমান ওরফে তানিয়া কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানার উত্তর পেইন্যা এলাকার মৃত মাতু মিয়ার মেয়ে। মামলায় তানিয়া ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ সকাল ৭টার দিকে রোহানকে অপহরণ করে তানিয়া। এর আগে, ১৮ মার্চ তানিসার পূর্ব পরিচিত মাসুম বাবু নামের একজন জানান যে, আলো আক্তার তানিয়া নামে একজন নারী ভাড়া বাসার খোঁজ করছেন।তখন তানিসা একা সন্তান নিয়ে বাসায় থাকায় সাবলেট হিসেবে বাসা ভাড়া দিতে রাজি হন। সেদিন রাতেই তানিয়া তানিসার বাসায় সাবলেট ভাড়াটিয়া হিসেবে উঠেন এবং নিজেকে কর্ণফুলী থানার একটি গার্মেন্টস কর্মী বলে পরিচয় দেন।তানিয়া বাসায় ওঠার কয়েকদিন পর ২৪ মার্চ সকালে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে ঘুম ভাঙলে তিনি ছেলেকে ও তানিয়াকে বাসায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এসময় তানিয়া তার ব্যবহৃত বাটন ফোনটি বিছানায় ফেলে রেখে তানিসার স্মার্টফোনসহ বেরিয়ে যান।পরবর্তী সময়ে প্রতিবেশী রেহেনা বেগম জানান, সকালে তিনি তানিয়াকে রোহানকে নিয়ে বাসা থেকে বের হতে দেখেছেন এবং ধারণা করেছিলেন, নাস্তা খাওয়াতে নিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ সময় পরও ফিরে না আসায় তানিসা একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ছেলেকে খুঁজতে থাকেন।৬ এপ্রিল সকাল ১০টার দিকে তানিয়ার মোবাইল নম্বর থেকে তানিসার ফোনে কল আসে। তানিয়া ছেলেকে ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে শিশুর ক্ষতির হুমকি দেয়। মুক্তিপণের মাধ্যমে টাকা আদায়ের উদ্দেশ্যেই শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন। তিনি প্রযুক্তিগত সহায়তা নিয়ে নিশ্চিত হন যে, অপহরণকারী তানিয়া শিশুটিকে কুমিল্লা জেলার একটি প্রত্যন্ত গ্রামে লুকিয়ে রেখেছেন। পরে কৌশলে মুক্তিপণ দেওয়ার অভিনয় করে তানিসার কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করা হয়, যা থেকে অপরাধীর অবস্থান শনাক্ত করেন তদন্তকারীরা। ওসি মো. ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ও ওসি (তদন্ত) মোজাম্মেল হকের দিকনির্দেশনায় এসআই মোবারক হোসেন অভিযান পরিচালনা করেন।অবশেষে স্থানীয় লোকজন ও বাঙ্গুরা বাজার থানা পুলিশের সহযোগিতায় অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত তানিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকলিয়া থানা পুলিশ।এ বিষয়ে ওসি মো. ইফতেখার উদ্দিন বলেন, মামলার পরপরই প্রযুক্তিগত সহায়তা নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণকারী তানিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মূলত বিকাশ নম্বর থেকেই তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেঁতুলিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
তেঁতুলিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় পরিত্যক্ত অবস্থায় আবারও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে৷বুধবার (১৯ মার্চ)  উপজেলার বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ের পাশে পাথরের Read more

শিরোপার দৌড়ে আরও পেছালো লিভারপুল, হোঁচট খেলো ম্যানইউ
শিরোপার দৌড়ে আরও পেছালো লিভারপুল, হোঁচট খেলো ম্যানইউ

এমন সুযোগ লিভারপুলের সামনে চলতি মৌসুমে আর আসবে কিনা, সেটাই বড় প্রশ্ন হয়ে ধরা দিয়েছে। কেননা শিরোপার লড়াইয়ে টিকে থাকতে Read more

তুলসীর বক্তব্য, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোথায় দাঁড়িয়ে?
তুলসীর বক্তব্য, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোথায় দাঁড়িয়ে?

তুলসী গ্যাবার্ডের বক্তব্যে এসেছে এক ধরনের সতর্কবার্তা যা বাংলাদেশের জন্য নতুন করে শঙ্কা তৈরি করতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের Read more

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

কালীগঞ্জে খাদ্য সহায়তা পেলো ৫শ পরিবার
কালীগঞ্জে খাদ্য সহায়তা পেলো ৫শ পরিবার

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় ৫শ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন