কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন রওশন আরা (৩৮)। তিনি সংঘর্ষে নিহত আব্দুল মান্নানের বড় বোন। এনিয়ে এক চিলতে জমিই কেড়ে নিলো একে একে চারটি তাজা প্রাণ।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রওশন আরা। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্বামী মো. শাহজাহান। তিনি জানান, ঘটনার দিনই স্ত্রীকে গুরুতর অবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে আইসিইউতে দুইদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।পরিবার সূত্রে জানা গেছে, রওশন আরার শরীরে একাধিক স্থানে ছুরি ও কুড়াল দিয়ে আঘাত করা হয়েছিল। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।এর আগে গত ৬ এপ্রিল বিকেলে জমিজমা নিয়ে আপন চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে জড়ায় একই পরিবারের সদস্যরা। ঘটনার দিনই নিহত হন মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), মো. আব্দুল মান্নান (৩৬) এবং মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮)। রওশন আরার মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা গিয়ে ঠেকলো চারজন।নিহত মাওলানা মামুন ছিলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা। একদিকে ধর্মীয় নেতৃত্ব, অন্যদিকে রক্তের সম্পর্ক সব কিছুই ম্লান হয়ে গেছে হিংসা আর সহিংসতার তীব্রতায়।স্থানীয়রা জানান, আব্দুল মান্নান কয়েক বছর আগে পৈতৃকসূত্রে পাওয়া ২০ কড়া জমি বিক্রি করেন। সেই জমি বুঝিয়ে দিতে গেলে বাধা দেন মামুনের পরিবার। শুরু হয় বাগবিতণ্ডা, এরপরই রূপ নেয় নারকীয় সংঘর্ষে।এদিকে এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুধু নিহতদের পরিবার নয়, পুরো কুতুপালং পশ্চিমপাড়ার মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে। অনেকেই এই ঘটনায় শুধু পারিবারিক দ্বন্দ্ব নয়, সামাজিক ও প্রশাসনিক ব্যর্থতাকেও দায়ী করছেন।কুতুপালং উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক  বলেন, এটা নিছক জমির বিরোধ নয়, এটি আমাদের সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। আজ ভাই ভাইকে কুপিয়ে মারছে। আমরা কী ধরনের সমাজে বাস করছি? আগে পরিবারে যেকোনো বিরোধ বসে মিমাংসা হতো, এখন সেটা রক্তক্ষয়ী সংঘর্ষে গড়াচ্ছে।স্থানীয় সমাজকর্মী ও নারী উন্নয়নকর্মী রাশেদা পারভীন বলেন, একই পরিবারের চারজনের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। এখানে নারীরাও নিহত হয়েছেন, ছুরি–কুড়াল দিয়ে এভাবে কুপিয়ে হত্যার ঘটনা প্রমাণ করে, আমাদের সহিংসতা কতটা নিষ্ঠুর হয়ে উঠেছে। এর দায় শুধু পরিবারের নয়—স্থানীয়ভাবে যারা সালিশ বা মধ্যস্থতা করতে পারতেন, তারা কোথায় ছিলেন?স্থানীয় যুবক সাইফুল আলম বলেন, আমরা আগেও এই জমি নিয়ে বিরোধের কথা শুনেছি। চেষ্টা করেছিলাম বিষয়টা স্থানীয়ভাবে সমাধান করতে, কিন্তু দেরি হয়ে গেছে। আমি মনে করি, যাদের গাফিলতিতে বিষয়টা এতদূর গড়িয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা দরকার।কুতুপালং বাজার বণিক সমিতির সভাপতি মো. নুরুল হক বলেন, এই ঘটনায় এলাকার ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একইসঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সবার সতর্ক হওয়া জরুরি।উখিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী বলেন, জমিটা বহুদিন ধরেই বিরোধের কেন্দ্র ছিল। মাঝেমধ্যে কথাকাটাকাটি হতো, কিন্তু কেউ ভাবেনি যে বিষয়টা এভাবে রক্তগঙ্গায় গড়াবে। ওরা তো আপন ভাই-বোন এইভাবে একজন আরেকজনকে খুন করতে পারে, সেটা ভাবতেই কষ্ট হচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদুল করিম বলেন, গ্রামীণ সমাজে জমিকে কেন্দ্র করে বিরোধ নতুন কিছু নয়। কিন্তু আইন-শৃঙ্খলার দুর্বলতা, স্থানীয় পর্যায়ে সালিশি ব্যবস্থার ভাঙন, এবং পারিবারিক যোগাযোগ ও মূল্যবোধের অবক্ষয় এই ধরনের ঘটনার জন্ম দেয়। এই ঘটনাটি তারই এক করুণ চিত্র।উল্লেখ্য, এ ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবারগুলো। এক মুঠো মাটির জন্য, রক্তে রঞ্জিত হলো একটি পরিবার। ভাইয়ের হাতে ভাই, বোনের রক্তে লেখা হলো পারিবারিক বিষাদের এক নির্মম অধ্যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (৭ জুলাই) দ্বিতীয় Read more

১১ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস, দীবন্দরে সতর্ক সংকেত
১১ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস, দীবন্দরে সতর্ক সংকেত

 দেশের ১১ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে Read more

টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার
টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার

টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে নগরীর পুবাইল থানাধীন Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন