কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৩ দিনেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা।রবিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে মানিকখালী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, মুমুরদিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারদিন খান রাব্বী, আব্দুল আল রোমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরান খান, মসূয়া ছাত্রদল কর্মী নিরব আহমেদ ও স্থানীয় শাহীন মিয়া প্রমূখ।বক্তাগণ আশিক খাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, স্কুল কলেজের কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীদের অপরাজনীতির যে সংস্কৃতি তা জুলাই অভ্যুত্থানের পর কাম্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে মাফিয়া রাজনীতিবীদরা পদস্থ হলে শিক্ষার মানোন্নয়নতো হবেই না, বরং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।হত্যাকাণ্ড ঘটার এতোদিন পেরিয়ে গেলেও মাত্র দুজন আসামী ধরেছে পুলিশ উল্লেখ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা। তাছাড়া বিএনপির যে সকল কর্মী এই ঘটনার সাথে জড়িত তাদের শুধু অব্যাহতি না দিয়ে বহিষ্কারের দাবি করেন তারা।উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বোর্ড কর্তৃক প্রেরিত তদন্ত কাজ চলাকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবকের পক্ষের একদল উশৃঙ্খল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আশিক খাঁকে কুপিয়ে হত্যা করে।এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী, বোর্ডের সেকশন অফিসার মো. আহাদ খান, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য মো. রঞ্জন খাঁসহ অন্তত দশ জন জখম হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যায় মৎস্য ও কৃষিখাতে ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি
বন্যায় মৎস্য ও কৃষিখাতে ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি

মৌলভীবাজারে বন্যায় মৎস্য ও কৃষিখাতে ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে ঢুকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশিরকে মারধরের ঘটনায় সাত সদস্যের তদন্ত Read more

প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ
প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে Read more

যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা
যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা

গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৪ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন