দিনাজপুরের বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঘর ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়েছে ব্যবসায়ী সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবার। অগ্নিকান্ডে ৩টি ঘর , ১টি ঠাকুর ঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে অন্তত প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারের।শনিবার (৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রতন শাহা (৫৬) পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) এলাকার মৃত রবি শাহার ছেলে।এঘটনায় বিরামপুর ফাইয়ার সার্ভিসসের মো.সজল হোসেন নামে এক ফায়ার ফাইর্টাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আব্দুল আজিজ।বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী  ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।জানা যায়, মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে ছিলেন রতন শাহা। মেয়ের বিয়েতে বাজার সদয় করবে বলে। কিন্তু ভ্যাগের কি নির্মম পরিহাস শনিবার বেলা ১২ টার দিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হওয়া পরিবারের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী এস আর বাস কাউন্টারে আগুন লেগে যায়। এতে ওই বাস কাউন্টারের আসাবপত্র পুড়ে যায়। আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয় কাউন্টার মালিকের।বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক বলেন, বেলা ১২ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবারের বসতবাড়ি আগুন লেগেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। জানতে পারি বসতবাড়ির রান্নাঘওে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। এতে ওই পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রতন শাহা তার মেয়ে অনামিকার শাহার বিয়ের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলেছিলেন সেই টাকাও পুঁড়ে গেছে।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলের জয়লাভ
মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলের জয়লাভ

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মাদারীপুর সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান।

ডাচ্-বাংলা ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়
ডাচ্-বাংলা ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এর ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।

শারমিন-নাহিদায় আবাহনীর তিনে তিন 
শারমিন-নাহিদায় আবাহনীর তিনে তিন 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের জয়রথ ছুটে চলছে। তৃতীয় দল হিসেবে চলমান লিগে টানা তৃতীয় জয় তুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন