ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নেই কোনো যানজট। কোথাও কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে অনেকটাই। মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে, নেই কোন যানজট। যাত্রীরা স্বাচ্ছন্দে গন্তব্যে পৌছাচ্ছে।সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রায় মহাসড়কে দ্বিগুণ হয়েছে যানবাহনের সংখ্যা। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। যানবাহনে করে গন্তব্যে যাচ্ছে শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষরা। পাশাপাশি যাত্রী পরিবহন করছে ভাড়ায়চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে। জানা যায়, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের দুই লেনের কাজ চলমান রয়েছে। যার ফলে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতি আসতে পারলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার রাস্তায় ভোগান্তির আশঙ্কা রয়েছে।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শরীফ জানান, মহাসড়কে স্বাভাবিক ভাবেই যানবাহন চলাচল করছে। রাস্তায় যানবাহনের চাপ থাকলেও কোন যানজট নেই। যানজট যাতে না হয় সেজন্য হাইওয়ে পুলিশ ২৪ ঘন্টা নিরলস ভাবে কাজ করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রী ২১ থেকে ২২ জুন ভারত সফর করবেন
প্রধানমন্ত্রী ২১ থেকে ২২ জুন ভারত সফর করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২১ জুন) নয়াদিল্লি যাবেন।

ছেলের মুক্তির খবরে নাবিক সাব্বিরের বাবা বললেন, ‘আজ আমার ঈদ’
ছেলের মুক্তির খবরে নাবিক সাব্বিরের বাবা বললেন, ‘আজ আমার ঈদ’

সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে আমার ছেলেসহ জিম্মি সব নাবিকদের মুক্তির খবরের পর থেকে মনে হচ্ছে, আজ আমাদের ঈদ।

বদলি নেমে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ
বদলি নেমে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ

৮৮ মিনিটে চিলির প্রাচীর ভেঙে আর্জেন্টিনাকে উল্লাসে ভাসান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পদে থাকলে ক্ষমতাবান কর্তা ব্যক্তিদের দুর্নীতির তথ্য কেন জানা যায় না
পদে থাকলে ক্ষমতাবান কর্তা ব্যক্তিদের দুর্নীতির তথ্য কেন জানা যায় না

গণমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসার পর দুদককে বেশ তৎপরতার দেখা যাচ্ছে। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন