নওগাঁর ধামইরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্বরদে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টায় ধামইরহাট ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই রব্বানীর সভাপতিত্বে শতাধিক দুস্থদের মাঝে সেমাই, চিনি, দুধ, মসুরডাল, জিরা মসলা, সাবান ও লবনসহ ১০ আইটেমের খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।বিতরণকালে ক্বরদে হাসানা ফাউন্ডেশনের সেক্রেটারি প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক এম এ মালেক, ধর্ম ও গবেষনা সম্পাদক মাওলানা আব্দুর কাহহার সিদ্দিক মনিপুরী, সদস্য নববী ট্যুরসে এন্ড ট্রাভেলস এর এম.ডি মাওলানা জাকারিয়া হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, সিনিয়র প্রভাষক আবুল বয়ান, প্রভাষক নুরুজ্জামান হোসেন রুবেল, ইমাম মাওলানা শাহজাহান, আব্দুস সাত্তার, আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের এম.ডি এস এম খেলাল ই রব্বানী জানান, ক্বরদে হাসানা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির আশায় ইতোমধ্যেই সুদমুক্ত ঋণের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে ক্বরদে হাসানার ঋণ প্রদান করা হয়েছে, এতে করে নামাজি ব্যক্তিগণ সুদমুক্ত শর্তবিহীন ঋণ গ্রহণ করতে পারবেন এবং পুরো উপজেলার সকল মসজিদে এই ঋণ সুবিধা প্রদানই আমাদের অন্যতম লক্ষ ও উদ্দেশ্য।এসআর
Source: সময়ের কন্ঠস্বর