বরিশালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আগমন উপলক্ষে আয়োজিত নবগঠিত দলটির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দু’পক্ষের মধ্যে হট্টগোলের হয়েছে। এসময় নাহিদ ইসলাম ও দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। নগীর বরিশাল ক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় নাহিদ ইসলাম ইফতারের পর পটুয়াখালী সফর শেষে যোগ দেন। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চলে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়। পরে বরিশাল মহানগর ও জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সভা চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এসময় মঞ্চ থেকে একজন কেন্দ্রীয় নেতা মাইকে দু’পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলতে শোনা যায়, ‍‘আপনারা শান্ত হোন, আমরা কিন্তু এখান থেকে সব দেখছি।’ বৃঙ্খলাদের কিন্তু দলে কোন সুযোগ দেওয়া হবে না। পরে মিলনায়তনের দ্বিতীয় তলা থেকে নিচে নেমে দুপক্ষ একে অপরের দিকে তেড়ে আসতে দেখা যায়।সভা সূত্র জানায়, নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাটি শুরুর প্রায় আধা ঘণ্টা পর এই হট্টগোল শুরু হয়। এসময় সভাস্থলে প্রবেশ করে শিক্ষার্থীদের একটি পক্ষ। তারা নাহিদ ইসলামের সঙ্গে আলাদাভাবে কথা বলা এবং বৈঠকের দাবি জানান। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতারা শিক্ষার্থীদের ওই অংশকে শান্ত করলেও কর্মসূচি শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে তারা তাকে ঘিরে ধরে। এরপর আবার তাকে নিয়ে যাওয়া হয় সভাকক্ষে। এসময় মিলনায়তনে বাকবিতণ্ডায় জড়ান দুটি পক্ষ। এমন পরিস্থিতি চলার পর আবারও সভাস্থল ত্যাগ করার চেষ্টা চালান নাহিদ। এসময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়ার পাশাপাশি তার গাড়ি আটকে দেয় বিক্ষুব্ধরা। পরে বহু কষ্টে বাধা এড়িয়ে নাহিদ ইসলামকে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করিয়ে দেয় এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা। এঘটনা সর্ম্পকে জানতে চাইলে এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা কেউ নাম উদ্ধৃত করে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি। এদিকে, খবর পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা-পুলিশ, ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্দেশখালির নারীদের কেন রাজ্য জুড়ে ভোটের প্রচারে নিয়ে যাচ্ছে বিজেপি?
সন্দেশখালির নারীদের কেন রাজ্য জুড়ে ভোটের প্রচারে নিয়ে যাচ্ছে বিজেপি?

সন্দেশখালির নারীদের শুধু বসিরহাটে সীমাবদ্ধ রাখেনি ভারতীয় জনতা পার্টি। তাদের নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য কেন্দ্রেও প্রচার করতে। কেন সুন্দরবনের ছোট্ট Read more

ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনা: ছেলের পর চলে গেল বাবা সুলাইমানও
ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনা: ছেলের পর চলে গেল বাবা সুলাইমানও

সন্তানের নিথর দেহ ফেলে রেখে মৃত্যুর সাথে লড়াই করছিলেন বাবা। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হার মানলেন। পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় পিষ্ট Read more

ঈদের দিনে রাজধানীর তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
ঈদের দিনে রাজধানীর তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি, দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন