চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় এক যাত্রীবাহী বাসে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে বাসের সুপারভাইজার। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে বুধবার (১৬ এপ্রিল) ভোর পর্যন্ত ধর্ষণের এই ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর জানান, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। চট্টগ্রাম শহরে পৌঁছানোর পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার তাকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মঙ্গলাবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে বুধবার ভোর ৪ টা পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে বাসের ভেতরেই।পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাসচালক সাতকানিয়ার উত্তর পুরানগড় এলাকার শামশুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক (২৬) এবং হেলপার লোহাগাড়া এলাকার মাতবর বাড়ির মো. হানিফকে (৩৬) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের ঘটনায় অপর সহযোগী সুপারভাইজার মোবারক হোসেনের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।ধর্ষণের শিকার কিশোরীটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।এ ঘটনায় চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত দ্রুততর করার জন্য উচ্চ পর্যায়ের তদন্তকারী টিম গঠন করা হতে পারে বলে জানা গেছে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর